মূল পাতা আন্তর্জাতিক অবশেষে জনসম্মুখে আসলেন আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক ডেস্ক 06 July, 2025 03:02 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার প্রথম প্রকাশ্যে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরার আগের দিন তেহরানের একটি মসজিদে আয়োজিত শিয়াদের এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়।
১৩ জুন ইসরাইল আকস্মিক বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করার আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল এরও দুই দিন আগে, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।
ইসরাইলের বোমা হামলা ইরানের সঙ্গে কয়েক দশক ধরে চলমান ছায়া যুদ্ধের পর পরিচালিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দেশটিকে বিরত রাখা।
পারমাণবিক অস্ত্র তৈরির এই উচ্চাকাঙ্ক্ষা তেহরান বারংবার অস্বীকার করে আসছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে যে, এই হামলায় ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। অন্যদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে জানা গেছে যে, ইসরাইলি শহরগুলোতে প্রতিশোধমূলক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়।